স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে বৈঠকের ভিডিও তোলা নিয়ে আইসিসির রোষে পড়েছে পাকিস্তান দল। নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি পাল্টা চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কোনও নিয়ম ভাঙেনি।
পিসিবি আরও বলেছে, যদি নিয়ম না মানা হয়ে থাকে তবে আইসিসির উচিত ম্যাচ রেফারির সঙ্গে কথা বলা এবং বিষয়টি দুর্নীতি বিরোধী কমিটির কাছে জানানো হয়েছে কি না তা খতিয়ে দেখা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ রেফারি পাকিস্তান দলের দুর্নীতি বিরোধী অফিসিয়ালকে বিষয়টি জানিয়েছেন।
বুধবার পাকিস্তান-ওমান ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসন আইসিসি কর্মকর্তা অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের ভিডিও তোলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার নইম গিলানি।
বৈঠকের জন্য খেলা শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। হোটেল থেকে মাঠে দেরিতে রওনা দেয় পাকিস্তান দল। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই ভিডিও প্রকাশ করে। এ কারণেই আইসিসির অভিযোগের মুখে পড়ে পাকিস্তান।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’র নিয়ম ভেঙেছে। নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা চলাকালে ওই এলাকায় কেবল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও ম্যাচ কর্মকর্তাদের প্রবেশাধিকার রয়েছে।
আইসিসির সিইও সংযোগ গুপ্ত নাকি পিৃসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপের নিয়ম ভেঙেছে। টসের সময় যে বিতর্ক হয়েছিল তা মেটাতেই ওই বৈঠক করা হয়েছিল। কিন্তু বৈঠকের সময় পাকিস্তান তাদের মিডিয়া ম্যানেজারকে সেখানে নিয়ে যায়। তিনি মোবাইলে ভিডিও করার চেষ্টা করেন। আইসিসির দুর্নীতিদমন শাখার প্রধান তাকে আটকান।’
সূত্রের দাবি, প্রথমে নইমকে বৈঠকে ঢুকতে না দিলে পাকিস্তান হুমকি দেয় যে তারা আমিরশাহির বিরুদ্ধে খেলবে না। পরে প্রতিযোগিতার স্বার্থে তাকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে ভিডিও করে বসেন নইম। ফলে পাকিস্তান আরও একবার নিয়ম ভেঙেছে।
ওই সূত্র বলেছে, ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়ার নিয়ম ভাঙার পরেও প্রতিযোগিতার স্বার্থে নইমকে বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়। তবে তিনি বৈঠকের ভিডিও করে বড় অপরাধ করেছেন। এর খেসারত পাকিস্তানকে দিতে হতে পারে।’
কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০০