মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি কমাতে দিনাজপুরের বোচাগঞ্জে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্টের নির্দেশে ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের আলমপুর সড়কে এ কর্মসূচি শুরুহয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তুরিন তানভীর চৌধুরী বিতু। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইয়াসমিন আরা বানু, উপজেলা প্রশিক্ষক মো. তারেক হোসেন, ইউনিয়ন দলনেতা আনছার আলী, পুলহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকুরঞ্জন রায়সহ স্থানীয় আনসার সদস্যরা অংশ নেন।
কর্মসূচির মাধ্যমে সড়কের পাশে মোট ৩ শত তাল বীজ রোপণ করা হয়। এসময় তুরিন তানভীর চৌধুরী বিতু বলেন, “দিন দিন তালগাছ বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অথচ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাতে প্রাণহানি রোধে তালগাছের গুরুত্ব অপরিসীম। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ-নিরাপদ পরিবেশ গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বোচাগঞ্জ উপজেলা প্রশিক্ষক মো. তারেক হোসেন বলেন, দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুদক্ষ জেলা কমান্ড্যান্টের নির্দেশে আমরা আজ বোচাগঞ্জ উপজেলায় এই তাল বীজ রোপণ কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা সবাই জানেন, তালগাছ একটি পরিবেশবান্ধব বৃক্ষ। এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে প্রাণহানি কমাতে সহায়ক নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য হলো—বোচাগঞ্জ উপজেলার প্রতিটি পতিত জমিকে বৃক্ষরোপণের আওতায় আনা। এভাবে আমরা যেমন সবুজ প্রকৃতি উপহার দিতে পারব, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো।
কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৫০