নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের নওজোয়ান মাঠে ফাইনালে অংশ নেয় ভিলেজ ল্যাবরেটরী ক্লাব বনাম তরুণ সংসদ ক্লাব। খেলায় ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয় তরুণ সংসদ ক্লাব। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজনে এই টুর্নামেন্টে জেলার ৮টি দল নিয়ে অংশ নেয়।
কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২৩