আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় ট্রেড ইউনিয়ন নেতাদের বে-আইনীভাবে চাকরিচ্যুত বন্ধের দবীতে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা।এসময় তারা শিল্পবিরোধী ষড়যন্ত্রকারী, স্বৈরাচারী সরকারের সহযোগীদের গ্রেফতার ও গার্মেন্টস শিল্প রক্ষাসহ বে-আইনীভাবে ফেডারেশন নেতাদেরকে চাকুরীচ্যুত বন্ধের দাবী জানান।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি শাহিন আলম সরকারের নেতৃত্বে
মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মিসেস জেসমিন আক্তার, কবির হোসেন ও মিসেস আলেয়া বেগম। মানববন্ধনে অংশগ্রহণ করেন, শ্রমিক নেতা আব্দুল হালিম, নাজমুল হোসেন, ছালেক, রইদুল ইসলাম, মিসেস শোভা আক্তার, আনোয়ার হোসেন, মিসেস পাতা পারভীন, খোরশেদ আলম, মিসেস আলেয়া আক্তার, মিসেস তানিয়া আক্তার, আব্দুল বাকী ও মোকারম হোসেন সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন থেকে বহিষ্কৃত ফরিদুল ইসলামের সহযোগীতায় কিছু শিল্পবিরোধী কুচক্রী মহল ও স্বৈরাচারী সরকারের সহযোগীরা একত্রিত হয়ে পরিকল্পিতভাবে ট্রেড ইউনিয়ন নেতাদের চাকরিচ্যুত করছে। এ ধরনের বে-আইনি কর্মকান্ড শ্রম আইনের চরম লঙ্ঘন এবং গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার এক ঘৃণ্য প্রচেষ্টা। তার সহযোগীতায় ইতিমধ্যেই বেশ কিছু ইউনিয়নের নেতৃবৃন্দকে মালিকেদের সাথে যোগসাজসে অর্থের বিনিময়ে বে-আইনীভাবে চাকুরীচ্যুতি করেছে।
বক্তারা আরো বলেন, গার্মেন্টস শিল্প দেশের রপ্তানি আয়ের মূল চালিকাশক্তি। এই শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে দেশের অর্থনীতি ও কোটি শ্রমিক পরিবারের জীবিকার বিরুদ্ধে ষড়যন্ত্র। তারা অবিলম্বে এই বে-আইনি চাকরিচ্যুতি বন্ধ করার পাশাপাশি ষড়যন্ত্রকারী ফরিদুল ইসলাম সহ বিগত স্বৈরাচারী সরকারের সুবিদাভোগী এর দেশ ও শিল্প বিরোধীদের চিহ্নিত করে গ্রেফতার সহ গার্মেন্টস শিল্প রক্ষার দাবীও জানান বক্তারা।
কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩০