স্বাস্থ্য ডেস্ক : ব্রিটিশ স্বাস্থ্যবিষয়কওয়েবসাইট মেডিকেল নিউজস টুডের একটি প্রতিবেদন বলছে, বারবার পিপাসা পাওয়া এবং পিপাসায় পানি পান করার পরও মুখ শুষ্ক ও পানির তৃষ্ণা না কমে তবে এর পেছনে থাকতে পারে একাধিক রোগের কারণ।
চিকিৎসাশাস্ত্রে এ সমস্যাকে বলা হচ্ছে পলিডিপসিয়া। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তৃষ্ণা বা পলিডিপসিয়ায় আক্রান্ত রোগী নানা কারণে এ রোগে ভুগতে পারেন। যেমন ডায়াবেটিস মেলিটাস বা ডায়াবেটিস ইনসিপিডাসে আক্রান্ত রোগীর অতিরিক্ত তৃষ্ণার লক্ষণ দেখা যায়।
চিকিৎসকরা বলছেন, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে (ডায়াবেটিস মেলিটাস) অথবা কিডনির পানি সংরক্ষণে সমস্যা হলে (ডায়াবেটিস ইনসিপিডাস) পলিডিপসিয়া হতে পারে। এছাড়া কিডনির সমস্যা, মানসিক অসুস্থতার মতো বিভিন্ন সমস্যায় অতিরিক্ত তৃষ্ণার রোগটি হতে পারে।
উপসর্গ
এ ব্যাধিতে আক্রান্ত লোক সবসময় তৃষ্ণার্ত থাকে। চোখ, মুখ শুষ্ক থাকে। মস্তিষ্ক ক্লান্ত ও দুর্বল অনুভব করে। শরীরে দেখা দেয় ডিহাইড্রেশনের মতো সমস্যা। এতে অনেক সময় রোগীর ওজনে পরিবর্তন হয় এবং স্মৃতি ফেকাসে ও মনোযোগে সমস্যা দেখা দেয়।
নিম্ন রক্তচাপ, মাথাব্যথা, দ্রুত হৃদস্পন্দনকে এ রোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। এ রোগে আক্রান্ত হলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে না। পাশাপাশি ব্রেইনও পর্যাপ্ত এডিএইচ ((অ্যান্টি ডিউরেটিক হরমোন) উৎপাদন করতে ব্যর্থ হয়। যে কারণে এ হরমোনের অভাবে শরীরে পানির অভারসাম্য তৈরি হয়।
চিকিৎসকরা বলছেন, পলিডিপসিয়ার রোগীরা পর্যাপ্ত পানি পান করার পরও তৃষ্ণা অনুভব করে। যেমন এসব রোগীরা দৈনিক ৬ লিটার পানি পান করার পরও তৃষ্ণার্ত থাকে। ত্বক ও মুখে শুষ্কতা অনুভব করে। যদি দৈনিক ২.৫ লিটারের মতো প্রস্রাব হয় তাহলে সতর্ক হওয়া জরুরি। পাশাপাশি এ রোগের উপসর্গ শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৫৫