স্পোর্টস ডেস্ক : একের পর এক প্রবাসী ফুটবলারের আগমন ঘটছে বাংলাদেশ ফুটবলে। সবশেষ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অভিষেক হলো ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের। তবে তার অভিষেকটি স্মরণীয় হয়নি। জয় দিয়ে রাঙানো যায়নি সান্ডারল্যান্ডের সাবেক মিডফিল্ডারের অভিষেক ম্যাচটা।
ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। বুধবার (৩ আগস্ট) হ্যানয়ে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হেরেছে সফরকারীরা। অভিষেক ম্যাচে খেলতে নামা কিউবা গায়ে জড়িয়েছেন ৮ নম্বর জার্সি। ম্যাচটিতে শুরু থেকেই দাপুটে খেলতে থাকে ভিয়েতনাম। একের পর এক আক্রমণ করে দিশেহারা করে তোলে বাংলাদেশকে।
একাধিক আক্রমণের পরও গোলবারের সামনে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। দুই অর্ধে দুই গোল হজম করে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১৫ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডান পায়ের শটে ভিয়েতনামের ফরোয়ার্ড এনগুয়েন এনগক খুঁজে নেন জাল। যেখানে কিছুই করার ছিল না শ্রাবণের।
প্রথমার্ধে এরপর আরও কিছু আক্রমণ করে ভিয়েতনাম। তাতে অবশ্য গোলের দেখা পায়নি দলটি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। ভিয়েতনাম দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায় একেবারে ম্যাচের শেষ দিকে এসে। ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিক্টর।
কুয়োক ভিয়েতের কর্নার থেকে প্রথমে হেড নেন ফাম লি ডুক, গোলমুখের সামনে বল ড্রপ করে ওঠার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দ্বিতীয় হেডে জালে বল জড়ান ভিক্টর। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে মাঠ ছেড়েছে ভিয়েতনাম। শনিবার ইয়েমেনের বিপক্ষে সি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:০০