শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার গিলাপোল গ্রামে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শার্শার উলাশী প্রাইমারী স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ প্রীতি ফুটবল টুর্নামেন্ট যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হলো গিলাপোল বিবাহিত ফুটবল একাদশ বনাম গিলাপোল অবিবাহিত ফুটবল একাদশ।
খেলায় উভয়দল একটি করে গোল করে। খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে অবিবাহিত দলের রিমন বালা ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। এরপর খেলার শেষ মিনিটি বিবাহিত দলের শিপন ১টি গোল করে দলকে সমতায় ফিরিয়ে নেয়। এরপর ১-১ গোলে খেলা সমাপ্ত হয়।
খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর থেকে প্রকাশিত সকলের জনপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, উলাশী হাই স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন লাল্টু, বিএনপি নেতা শরিফুল ইসলাম মুকুল, মফিজুল ইসলাম মফিজ, মাহাবুর রহমান মাহাবুল, আশরাফুল আলম, মোজাম্মেল হক, মোকলেছুর রহমান মিন্টু, আমজেল আলী, কাউয়ুম হোসেন, আব্দুল গনিসহ স্থানীয় বিভিন্ন সূধী উপস্থিত ছিলেন।
খেলায় উভয় দলের অধিনায়কের হাতে পুরুষ্কার তুলেদেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি। খেলা পরিচালনা করেন আশরাফুল আলম আশা।
কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০৬