এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জুলাই শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ৯ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টম্বর) উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে ৯ টি দল এই খেলায় অংশ গ্রহণ করেন।
রবিবার রামকৃষ্ণপুর হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১ নং নগর বর্ণী ওয়ার্ড ফুটবল একাদশের সাথে লড়াই করেন ৫ নং রামকৃষ্ণপুর ফুটবল একাদশ। খেলায় আকরাম হোসেনের একমাত্র গোলে নগর বর্ণী ফুটবল একাদশ বিজয়ী হয়। ১-০ গোলে হেরে রামকৃষ্ণপুর ফুটবল একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন অতিথি বৃন্দ।
খেলায় সেরা গোলকিপারের পুরস্কার পায় নগর বর্ণী ফুটবল একাদশের গোল রক্ষক আশিকুর রহমান। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা রামকৃষ্ণপুর ফুটবল একাদশের আরাফাত হোসেন সুর্য। এছাড়া অংশ গ্রহণকারি সকল দলেরর ক্যাপ্টেনদের হাতে শান্তনা ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অঅনুষ্ঠানে সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম ও বিএনপি নেতা হযরত আলীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০৫