প্রাইজবন্ড হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি বিনিয়োগ প্রকল্প যেখানে বিনিয়োগকারী যেকোনো সময় বিনিয়োগ করতে পারবেন এবং যেকোনো সময় প্রাইজবন্ড ফেরত প্রদান করে আসল উত্তোলন করতে পারবেন। উক্ত প্রকল্প হতে অতিরিক্ত মুনাফা বা সুদ প্রদান করা হয় না। তবে প্রতি বছর তিন মাস অন্তর অন্তর ড্র অনুষ্ঠিত হয় এবং উক্ত ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের বিভিন্ন মূল্যমানের পুরস্কার প্রদান করা হয়।
বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে কোনো সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়। ‘ড্র’ যে কারো নাম এলে তাদেরকে পুরস্কৃত করা হয় । অনেকের প্রশ্ন হল, প্রাইজবন্ডের প্রাপ্ত পুরস্কার ব্যবহারের বৈধতা কি ইসলাম দিয়েছে? প্রাইজবন্ডের পুরস্কার ব্যবহার ও তার শরয়ি বিধান।
প্রশ্ন- আমার হালাল টাকা দ্বারা প্রাইজবন্ড কিনেছিলাম । ‘ড্র’ তে আমি বিজয়ী হয়ে টাকা পুরস্কার পেয়েছি । আমি কি পুরস্কারের টাকা ব্যবহার করতে পারব?
উত্তর- প্রাইজবন্ডের ‘ড্র’ তে বিজয়ী হয়ে আপনি যে পুরস্কারের টাকা পেয়েছেন। তা আপনার জন্য হালাল নয়। অতএব উক্ত টাকা ব্যবহার করা আপনার জন্য বৈধ নয়। কেননা উক্ত টাকা সুদ ও জুয়া। আর সুদ বা জুয়ার টাকা ব্যবহার করা শরিয়তকর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম।
ইসলাম বৈধ পন্থায় ক্রয় বিক্রয় ও সঞ্চয় করার বিধান আরোপ করেছে। কিন্তু অবৈধ পন্থায় ক্রয় বিক্রয় বা লেনদেন করতে নিষেধ করেছেন। যেহেতু প্রাইজবন্ডের ভিতর জুয়া ও সুদ বিদ্যমান সেহেতু প্রাইজবন্ড ক্রয় বিক্রয় ও প্রাপ্ত পুরস্কার থেকে দুরে থাকা আবশ্যক।
লেখক: প্রতিষ্ঠাতা পরিচালক, মারকাযুন নাহদাহ আলইসলামিয়া যশোর, ঢাকা রোড, মোল্লাপাড়া মোড়, সদর, যশোর।