নিউজ ডেক্সঃ আমরা সাধারণত মেসেজ বা কল করতে চাইলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করি- আর সেসব অ্যাপে লগ ইন করতে দরকার পড়ে ফোন নম্বরের। কিন্তু এবার এই ধারার বাইরে কিছু আনতে চলেছেন টেক জগতে সবসময় আলোচনায় থাকা ইলন মাস্ক। মাস্ক নিয়ে আসছেন একেবারে নতুন একটি মেসেজিং অ্যাপ- ‘এক্সচ্যাট’। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অ্যাপ ব্যবহার করতে কোনো ফোন নম্বরের দরকার নেই! হ্যাঁ, ঠিকই পড়েছেন।
ফোন নম্বর ছাড়া চ্যাট ও কল : অ্যাপে মেসেজ পাঠানো, অডিও ও ভিডিও কল করা যাবে একদম সহজে, তাও ফোন নম্বর ছাড়াই।
গোপনতা ও নিরাপত্তা সর্বোচ্চ স্তরে : এতে থাকবে বিটকয়েনের মতো উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা ব্যবহারকারীদের তথ্যকে রাখবে নিরাপদ। বার্তা পাঠানোর পর চাইলে তা দুই পক্ষের চ্যাট থেকেই ডিলিট করা যাবে।
ক্ষণস্থায়ী মেসেজ : আপনার পাঠানো বার্তা কিছুক্ষণ পর নিজে থেকেই মুছে যাবে, অনেকটা টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো।
ফাইল, ছবি শেয়ার : সহজেই ছবি, ডকুমেন্ট বা অন্যান্য ফাইল আদান-প্রদান করা যাবে।
পাসকোড সুরক্ষা : চার ডিজিটের পাসকোড দিয়ে মিলবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মানে আপনার চ্যাট শুধু আপনিই দেখতে পারবেন।
এক্সচ্যাটের বিটা ভার্সন (পরীক্ষামূলক সংস্করণ) আপাতত কেবল কিছু পেইড ইউজারদের জন্য চালু করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ইলন মাস্ক এক্সচ্যাটকে বলেছেন, ‘একেবারে নতুন ধরনের অ্যাপ।’ তার দাবি, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো বড় বড় মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। এই অ্যাপ যদি সত্যিই মাস্কের প্রতিশ্রুতি মতো হয়ে থাকে, তাহলে মেসেজিং অ্যাপের দুনিয়ায় একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এখন দেখা যাক, ব্যবহারকারীরা এক্সচ্যাটকে কেমনভাবে গ্রহণ করেন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ০৩.৪০