নওগাঁ প্রতিনিধি : নওগাঁ বাইপাস বড় বাজার মৎস্য আড়্য এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় সদর উপজেলার চকপাথুরি বাইপাস এলাকায় নওগাঁ বাইপাস বড় বাজার মৎস্য আড়ৎ সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মৎস্য আড়ৎতের উদ্বোধন করেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী। নওগাঁ পৌর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মতিয়ার রহমান বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি নওগাঁ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম, নওগাঁ জেলা প্রেসক্লাবে সভাপতি রায়হান আলম, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুর রহমান, আনিছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান- নওগাঁ শহরের পৌর মাছের আড়ৎতের স্থানটি তুলনামুলক ছোট হওয়ায় মাছ চাষীরা মাছের গাড়ি নিয়ে সহজে আসা-যাওয়া করতে পারে না। যানজটের কারণে গাড়িগুলো আটকা পড়ে। মাছের গাড়ি আনা-নেওয়া ও বিক্রির সুবিধার জন্য বিকল্প আরেকটি আড়ৎ চালু করা হয়েছে। যেখানে ২৫টি আড়ৎ রয়েছে। প্রতিদিন ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাছ বেচাকেনা হবে। এ আড়ৎতে মাছ চাষীদের মাছে পানি ও গাড়ি ভাড়া দিতে হবে না। পাশাপাশি থাকা-খাওয়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৩