এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ওসমান মোল্লা (৬০) নামে এক কলমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওসমান মোল্লা যশোর সদর উপজেলার রুপদিয়া ইউনিয়নের নরেন্দৃপুর গ্রামের বাসিন্দা ও তিনি পেশায় একজন কলের বরিং মিস্ত্রী।
ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান ও ফতেপুর গ্রামের বাসিন্দা এস এম মমিনুর রহমান জানান, তিনি ফতেপুর গ্রামের বরিংয়ের কাজ করছিলেন উপরে থাকা বিদ্যুতের তারে হঠাৎ জড়িয়ে যায়। এতে তিনি ¯পৃষ্টে মারাত্মক আহত হয়। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজনের তাকে উদ্ধার করে চৌগাছা মডেল সরকারি হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।
চৌগাছা মডেল সরকারি হাসপাতালের আবাসীক মেডিকেল অফিসার ডা. সুরিয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫০