আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সোমবার (১৮আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, ইউআরসি’র ইন্সটেক্টর অর্জনা রানী মন্ডল, মৎস্য চাষী তহিদুর রহমান বুলবুল, ওয়ালীউজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে ৩জন সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ মামুন জানান ১৮ হতে ২৩ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। দেশের উন্নয়ন এবং আমিষের চাহিদা পূরণে সকল চাষীদের নিয়মিত পোনা সংরক্ষণসহ মাছ চাষের পরামর্শ প্রদান করেন তিনি।
কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:২৭