বিনোদন ডেস্ক : সংগীত জগতের সুপারস্টার টেলর সুইফট ঘোষণা করলেন তার ১২তম স্টুডিও অ্যালবাম “দ্য লাইফ অব অ্য শোগার্ল”। এক পডকাস্টে মার্কিন ফুটবল তারকা ও প্রেমিক ট্র্যাভিস কেলসি এবং তার ভাই জেসন কেলসির সঙ্গে আলাপচারিতায় সুইফট এই ঘোষণা দেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত নিউ হাইটস পডকাস্টের একটি ক্লিপে সুইফটকে নতুন অ্যালবামের একটি ঝাপসা করা কভার হাতে ধরে বলতে শোনা যায়, “এটাই আমার একদম নতুন অ্যালবাম, দ্য লাইফ অব এ শোগার্ল।”
সুইফটের ওয়েবসাইট জানিয়েছে, অ্যালবামের আনুষ্ঠানিক মুক্তির তারিখ পরে ঘোষণা করা হবে। ইতোমধ্যেই ভিনাইল সংস্করণ প্রি-অর্ডারের জন্য রাখা হয়েছে ৩০ ডলারে, ক্যাসেট সংস্করণ ২০ ডলার, আর পোস্টারসহ সিডি পাওয়া যাবে ১৩ ডলারে।
গত মে মাসে নিজের প্রথম ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনে নেওয়ার পর থেকে সুইফট সম্পূর্ণভাবে নিজের সঙ্গীতের নিয়ন্ত্রণে রয়েছেন। তার আগের অ্যালবাম “দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট” মুক্তির প্রথম সপ্তাহেই বিক্রি হয়েছিল ২৬ লাখ ১০ হাজার ইউনিট, যা মার্কিন বিলবোর্ডের হিসেবে আধুনিক যুগে ভিনাইল বিক্রির সর্বোচ্চ রেকর্ড। একই সঙ্গে এটি স্পটিফাইয়ের ইতিহাসে এক সপ্তাহে সর্বাধিক স্ট্রিম হওয়া অ্যালবাম, যেখানে স্ট্রিম সংখ্যা পেরিয়েছে ১ বিলিয়ন।
বর্তমানে সুইফটের ‘ইরাস ট্যুর’ বিশ্বজুড়ে রেকর্ড ভাঙছে এবং অর্থনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা একে বলছেন “সুইফটফ্লেশন”— অর্থাৎ, তার কনসার্ট যেখানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার হোটেল, রেস্টুরেন্ট, ভ্রমণ ও বিনোদন খাতে সাময়িকভাবে মূল্যবৃদ্ধি ঘটছে।
কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ১১:৫৭