ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ ফলাফল প্রকাশ করা হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮২ জন, মানবিকে ৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৯৩ জন রয়েছে।
শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে ৪ দশমিক ৮০ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুল শিক্ষার্থীরা বছরে ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ গ্রেডে নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ৭৫০ টাকা পাবেন। এই সুবিধা তিন থেকে চার বছর পর্যন্ত বহাল থাকবে।
বৃত্তির গেজেটে শিক্ষার্থীর প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করা যাবে। মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনাবেতনে লেখাপড়ার সুযোগ ভোগ করবে।
এ বিষয়ে শিক্ষা বোর্ড জানিয়েছে, কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করতে পারবে না। এমনটি হলে সংশ্লিষ্ট প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। একইভাবে নির্ধারিত সময়ে বৃত্তির টাকা বিতরণে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অন্যথায় বৃত্তি ভোগ করা যাবে না।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:০৪