আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভিক্টরি ডে প্যারেডের পরদিন বেইজিংয়ে বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় দুই দেশের বন্ধুসুলভ সম্পর্ক নিয়ে। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুও উঠে আসে আলোচনার টেবিলে। এসময়, দীর্ঘসময় পর কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন শি জিনপিং। জবাবে, চীনের প্রেসিডেন্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।
শি জিনপিং বলেন, কমরেড কিম, ছয় বছর পর আপনার সাথে দেখা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ২০১৯ সালে আপনার দেশে সফরের সময় যেখানেই গিয়েছি, সেখানেই চীন ও উত্তর কোরিয়ার মাঝে এক পরিবারের মতো ঘনিষ্ঠতা অনুভব করেছি। একই উচ্ছ্বাস দেখা গেছে কিমের কণ্ঠেও। বলেন, দীর্ঘদিন পর আপনার সাক্ষাৎে আসতে পেরে আমি আবেগাপ্লুত হয়ে উঠেছি। গত ছয় বছরে চীনের বিশ্ব কাঁপানো উন্নয়ন আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। তার চেয়েও বেশি স্পর্শ করেছে দুই দেশের জনগণের মধ্যকার অটল ও গভীর বন্ধুত্ব। এই বন্ধুত্ব কখনও বদলাবে না।
সম্প্রতি ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে পাশে নিয়ে রাজধানী বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে হাজির হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্লেষকদের মতে, টানা কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন— দেশে ও বিশ্বমঞ্চে এখনো তিনিই ‘একচ্ছত্র নিয়ন্ত্রণে’।
কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:৫৫