বিনোদন ডেস্ক : শহীদ কাপুর, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘পদ্মাবত’এতদিন দর্শক জনপ্রিয়তায় ভারতীয় বাজারে বক্সঅফিস আয় ছিল ৩০২ কোটি রুপি। তবে এবার সে বিগ ব্লকবাস্টার হিট সিনেমাকে আয়ের দিক থেকে টপকে গেছে ‘সাইয়ারা’।
ভারতের বক্স অফিস রিপোর্ট বলছে, বর্তমানে ভারতীয় বাজারে সিনেমাটি আয় করে নিয়েছে ৩২৯ দশমিক ২৫ কোটি রুপি। আর এ কারণে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে ১৪তম সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার স্থান দখল করে নিয়েছে।
‘ছাভা’ সিনেমায় রাশমিকা ও ভিকি। ছবি: সংগৃহীত
এদিকে বিশ্বব্যাপী ‘সাইয়ারা’র আয় দাঁড়িয়েছে ৫৭০ কোটি রুপি। তাই চলতি বছরে ভিকি কৌশল ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ছাবা’ সিনেমাকেও ছাড়িয়ে গেছে এটি। বর্তমানে ‘ছাবা’র পরই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘সাইয়ারা’।
বিশ্বব্যাপী ৫৭০ কোটি রুপি আয় করায় ‘সাইয়ারা’র পেছনে পরে গেছে ‘টাইগার জিন্দা হ্যায়’ (৫৫৮ কোটি রুপি), ‘থ্রি ইডিয়টস’ (৪৬০ কোটি টাকা), ‘ডানকি’ (৪৫৫ কোটি রুপি), ‘ব্রহ্মাস্ত্র’ (৪৩১ কোটি রুপি), ‘চেন্নাই এক্সপ্রেস’র (৪২২ কোটি রুপি) মতো ব্লক বাস্টার সিনেমাও।
তাই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী প্রেমকাহিনি হয়ে উঠেছে নতুন এ সিনেমা। উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পী ও এক লাজুক সাংবাদিকের বিরোহী প্রেমের গল্প হৃদয় ছুঁয়েছে সিনেপ্রেমীদের।
প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গত ১৮ জুলাই। বলিউডের রোমান্টিক গল্পের জাদুকর নির্মাতা মোহিত সুরি ৫ বছরের বিরতি ভেঙে দর্শকদের উপহার দেন এ সিনেমা। যশ রাজ ফ্ল্মিস প্রযোজিত সিনেমাটি মাত্র ৪৫ কোটির বাজেটে নির্মাণ করা হয়েছে।