বিনোদন ডেস্ক : ভারতীয়সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রেণুকাস্বামী নামে এক ভক্তকে হত্যার দায়ে এ নির্দেশ আদালতের। ভারতের কর্নাটক হাই কোর্ট অভিনেতার জামিন মঞ্জুর করলেও সে রায় আজ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ সে রায় খারিজ করে।
জনপ্রিয়তা দায়মুক্তির ঢাল হতে পারে না। যেখানে তদন্ত বা বিচারের প্রতি পক্ষপাতের প্রকৃত ঝুঁকি থাকে, সেখানে প্রভাব, সম্পদ এবং সামাজিক মর্যাদা জামিন মঞ্জুরের ভিত্তি তৈরি করতে পারে না।
বিচারকদের নির্দেশ মেনে কয়েক ঘণ্টার মধ্যেই দর্শনকে গ্রেফতার করা হয়। তার সহযোগী অভিনেত্রী পবিত্রা গৌড়ারও জামিন বাতিল করে তার বাসভবন থেকে গ্রেফতার করে বেঙ্গালুরুর পুলিশ।
কিউএনবি/আয়শা/১৪ আগস্ট ২০২৫/রাত ৮:৩০