স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে বাহরাইনে ১২ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ দল। সেখানে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। তবে কোচিং স্টাফের সদস্যরা বলছেন, এই বিদেশ সফরই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
দলটির প্রধান কোচ সাইফুল বারী টিটু জানিয়েছন, ঢাকায় প্রাথমিক প্রস্তুতির পর মূল দল নিয়ে চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন হবে বাহরাইনেই। বসুন্ধরা কিংসের চার ফুটবলার বর্তমানে কাতারে অবস্থান করছেন; সেখান থেকে ১৫ আগস্ট সরাসরি বাহরাইন যাবেন তারা। আবাহনীর খেলোয়াড়রাও সেখানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
দলের অভিজ্ঞ খেলোয়াড় শাকিল আহাদ তপু জানিয়েছেন, কোচের দেওয়া নির্দেশনা মেনেই তারা কাজ করেছেন, আর কাবরেরা খেলায় কাঠামোগত দুর্বলতাগুলো চিহ্নিত করেছেন। তপুর বলেন, ‘ভিডিও দেখে তিনি আমাদের বোঝালেন, উৎসাহ দিলেন, আর বললেন সিনিয়ররা যেন জুনিয়রদের মোটিভেট করে।’
এদিকে প্রো লাইসেন্স বাধ্যতামূলক হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্য কোনো বিকল্প ছিল না। পরে টেকনিক্যাল ডিরেক্টর টিটুকেই দলের দায়িত্ব দিয়েছে। টিটু মনে করেন, দেশে প্রো লাইসেন্সধারী কোচ তৈরি এখন সময়ের দাবি। তিনি বলেন, ‘আমরা নিজেরাই চাই প্রো লাইসেন্স কোর্স আয়োজন করতে। সামনে ঘরোয়া লিগেও এটা বাধ্যতামূলক হতে পারে।’
মার্কিন প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদকে নিয়ে নিয়ে টিটু বলেন, ‘জায়ান ভালো করছে। সে স্কুল ফুটবল খেলে। প্রতিযোগিতামূলক ফুটবলে এই অভিজ্ঞতা তার জন্য চ্যালেঞ্জিং হলেও শেখার সুযোগ অনেক।’
তপু জানান, ‘মেয়েরা প্রতিদিন উন্নতি করছে, এটা আমাদের জন্যও চাপ। তবে আমরা উন্নতি করছি। ভিডিও সেশনে ভুলগুলো দেখানো হয়েছে, কিভাবে ঠিক করা যায় সেই পরিকল্পনায় কাজ চলছে। বাহরাইনে হাতে যথেষ্ট সময় থাকবে, আশা করি কোনো সমস্যা হবে না।’
তপু আরও বলেন, ‘দুটি প্রীতি ম্যাচ খেললে দলের কম্বিনেশন আরও ভালো হবে। দেশবাসীকে ভালো কিছু উপহার দিতে চাই। ফুটবলে এখন একটা জোয়ার চলছে, আমরাও চাই ভালো কিছু করতে।’
কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ১১:৫৪