তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। বুধবার (১৩ আগস্ট) বিকেলে ইউএনও’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দুর্গাপুর উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্। সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক রাখী দ্রং, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, সুমন রায়, ডাঃ কামরুল ইসলাম, জুয়েল রানা, আল নোমান শান্ত, কালিদাস সাহা বাবু, নাজমুল হুদা সারোয়ার প্রমুখ।
মতবিনিময় সভায়, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান রোধে করনীয় বিষয় নিয়ে সকল সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন নবাগত ইউএনও আফরোজা আফসানা।
কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৯:২২