আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি-দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের ডিও লেটার প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন।সোমবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
এসময় অন্যান্যের মধ্যে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমাসহ রাঙামাটি শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে রাঙামাটির সদর উপজেলার ১৩২জন স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক শিক্ষার্থীকে এই ডিও লেটার সনদপত্র প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/১১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৯