রাজশাহী জেলা প্রতিনিধি : ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকায় মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বর্তমান আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদসহ অন্যান্য নেতারা তারেক রহমানের সামনে একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
প্রায় আধা ঘণ্টার বক্তব্যে তারেক রহমান বলেন, “সামনে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জ। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তারা বিএনপিকে আস্থায় রাখতে চায়। আমাদের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। না হলে আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব না। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা।”তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া এবং রাষ্ট্র পুনর্গঠনে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর জোর দেন।