এম এ রহিম চৌগাছা( যশোর) : যশোরের চৌগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৯ আগস্ট সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের দরগাহপুর মাদ্রাসায় এই ক্যাম্প উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর -২ চৌগাছা-ঝিকরগাছা আসনের এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এ ক্যাম্পের উদ্বোধন করেন।
জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ও যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় এই ক্যাম্পে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জমায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ। প্রধান অতিথির বক্তৃতা করেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, মানুষের সেবা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। সেবাপ্রাপ্তি সব মানুষের অধিকার। সকল ধর্ম-বর্ণ, শ্রেনি-পেশার নারী-পুরুষ সেবা পাবার অধিকার রাখেন।
৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি। তিনি বলেন, এই এলাকার মানুষের সহযোগীতা পেলে পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল কলেজ ও মাদ্রাসায় এই ক্যাম্পিং করা হবে। সেখানে শিক্ষার্থীর চোখ ও স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎস্যা দেওয়ার আশা ব্যাক্ত করেন তিনি। এছাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্যাম্পিং পরিচালনা করে সুন্নাতে খাতনা দেওয়ার চিন্তা রয়েছে বলে তিনি জানান।
মাসব্যাপী উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হবে। চক্ষু রোগীদের ফ্রি চশমা ও ছানি অপারেশন করার ব্যবস্থা করা হবে। এছাড়া ৩৯ জনের একটি মেডিকেল টিম বিনামূল্যে ঔষধ প্রদানসহ ব্লাড প্রেসার পরিমাপ, রক্তের গ্রুপিং, ডয়বেটিস পরীক্ষা করে সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শহিদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সদস্য চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাও. গিয়াস উদ্দিন, প্রেসক্লা চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
প্রথম দিনে চৌগাছা ফুলসারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১ হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে বিভিন্ন স্বাস্থ্য সেবা গ্রহন করেনে। এখান থেকে ফ্রি সেবা পেয়ে বেজায় খুশি সেবা গ্রহনকারি রোগীরা। মেডিকেল ক্যাম্পে শিশু ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকে লম্বা লাইন দিয়ে তাদের অপেক্ষা করতে দেখা যায়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকসহ ৩৯ জনের একটি মেডিকেল টিম রোগীদের চিকিৎসা সেবা দেন।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/বিকাল ৪:৪৪