জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তিস্তা চরাঞ্চলের বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ ও বন্যা কবলিত ৩শত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে লালমনিরহাট জেলা বিএনপি।বুধবার (৬ আগষ্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলার তিস্তা নদী বেষ্টিত রাজপুর ইউনিয়নের মারাইরহাট বাজারে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ৩শত পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করেন।
লালমনিরহাটে তিস্তা চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ ও মানবিক সহায়তা দিয়ে আসছে লালমনিরহাট জেলা বিএনপি। ২০২৪ সালের ৫আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এসব এলাকার মানুষজন প্রাকৃতিক দুর্যোগে কোন রকম সাহায্য সহযোগিতা পায়নি। যদিও ১৯৯১ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সামাজিক ও প্রাকৃতিক দূর্যোগে দায়িত্বের সাথে অন্যান্য সকল ক্ষেত্রের পাশাপাশি জরুরী ত্রাণ ও মানবিক সহায়তায় বিশেষ অবদান রেখে চলেছে।
অধ্যক্ষ আসাদুল হানিব দুলু বলেন, এবারের বন্যায় কোন পূর্বাভাস না থাকায় এসকল এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় কোন প্রস্তুতিও ছিলনা। একারণে বন্যাকবলিত প্রতিটি পরিবার তাদের জীবন-জীবিকা নিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে। তাই লালমনিরহাট জেলা বিএনপি এসব দুর্গত মানুষদের দাড়িয়েছে। এবারের বন্যায় দূর্গত মানুষের সহয়তার জন্যে বিএনপি নেতাকর্মীদের ব্যক্তিগত সহায়তায় দূর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। বন্যা কবলিত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫কেজি আলু, এক কেজি ডাল ও এক কেজি তেল ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তাদের এই সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ খবর তিনি তার দলীয় নেতাকর্মীদের প্রশংসা করে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সহায়তা অব্যাহত রাখতে আহ্বান জানান সকলের প্রতি।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ইকবাল হোসেন, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন প্রমুখ।
কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/বিকাল ৪:৫০