স্পোর্টস ডেস্ক : ছুটি শেষে মাঠে ফিরেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের পর প্রায় দুই সপ্তাহের বিরতিতে কেউ সময় কাটিয়েছেন বিদেশ ভ্রমণে। কেউবা দেশের নিজ শহরে পরিবারের সঙ্গে। তবে সেই বিশ্রামপর্ব শেষে এখন আবার শুরু হয়েছে কঠোর অনুশীলন আর প্রস্তুতির সময়। সামনে এশিয়া কাপ, আর সেটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প।
লিটন দাস মালয়েশিয়ায় ঘুরে ফিরে এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে। শেখ মেহেদী হাসান গেছেন খুলনায়। আর মুস্তাফিজুর রহমান ফিরেছেন সাতক্ষীরার বাড়ি থেকে। তাসকিন আহমেদ যিনি সম্প্রতি একটি বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে গেছেন, সময় কাটিয়েছেন সৌদি আরবে। করেছেন ওমরাহ হজ। বিশ্রামের এই সময়টা যতই প্রয়োজনীয় হোক, এখন সকলের নজর খেলার মাঠে ফেরার দিকে।
ফিটনেস ক্যাম্পের একটি বড় ধাপ হচ্ছে ১০ আগস্ট, যেদিন খেলোয়াড়রা ট্রেনার নাথান কেলির তত্ত্বাবধানে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড়াবেন। এরপর ১২ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স ইংল্যান্ড থেকে ঢাকায় এসে যোগ দেবেন দলের সঙ্গে। ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং পর্ব, চলবে পাঁচ দিন। এই অনুশীলনের জন্য সিলেটকে বেছে নেওয়া হয়েছে, কারণ মিরপুরের উইকেট বর্তমানে কাঙ্ক্ষিত মানের অনুশীলনের উপযোগী নয় বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ দল আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে ৬ বা ৭ সেপ্টেম্বর। এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ তারিখ, প্রতিপক্ষ হংকং।
এশিয়া কাপে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।
কিউএনবি/আয়শা/৬ আগস্ট ২০২৫/দুপুর ১:১৫