নিউজ ডেক্সঃ দশকজুড়ে ভালোবাসা, নিবেদন আর গোলের ঝলক—সব কিছুরই অবসান ঘটছে এবার। দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারকে বিদায় বলছেন।
সিউলে এক আবেগঘন সংবাদ সম্মেলনে সন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম, অবশেষে মনে হলো এটাই উপযুক্ত সময়। আশা করি, সবাই আমার সিদ্ধান্তটা বুঝতে পারবেন এবং সম্মান জানাবেন।’
২০১৫ সালে মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডে পা রেখেছিলেন সন। তখন ইংরেজি ভাষাও ঠিকমতো জানতেন না। আজ তিনি উত্তর লন্ডনের ক্লাবটির অধিনায়ক—স্পার্সের হয়ে ১০ বছরে ৪৫০ ম্যাচের বেশি খেলেছেন, প্রিমিয়ার লিগে সরাসরি অবদান রেখেছেন ১৯৮ গোলে। ক্লাবটির ইতিহাসে তিনি ইতোমধ্যেই কিংবদন্তির আসনে।
তবে দীর্ঘ এই যাত্রাপথে ট্রফি ছিল না বললেই চলে। অবশেষে গত মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জেতার মাধ্যমে প্রথম এবং একমাত্র ট্রফি জেতেন তিনি। সেই উপলক্ষে সন বলেন, ‘ইউরোপা লিগ জেতা আমার স্বপ্নপূরণের মতো ছিল। মনে হচ্ছে, এই ক্লাবে আমি যা কিছু অর্জন করতে চেয়েছি, তা করে ফেলেছি। এখন দরকার একটা নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ।’
ইএসপিএনের তথ্য অনুযায়ী, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এলএ এফসি সনকে দলে ভেড়াতে আগ্রহী। যদিও টটেনহ্যামের সঙ্গে তার চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত, তবে ক্লাব কর্তৃপক্ষ তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বলেই জানিয়েছেন সন।
নিজের ভবিষ্যৎ ঠিক কী হচ্ছে, সেই প্রশ্নে সন বলেছেন, ‘আমি এখনো নিশ্চিত নই। সবকিছু ধাপে ধাপে এগোবে।’রোববার নিউক্যাসলের বিপক্ষে সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে টটেনহ্যামের একটি প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে শুরু করবেন সন—এটাই হতে পারে তার স্পার্সের হয়ে শেষ ম্যাচ। তবে ১৩ আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে উডিনেতে অনুষ্ঠেয় ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচে তাকে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
নতুন কোচ টমাস ফ্রাঙ্ক বলেন, ‘সনকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে কালকের ম্যাচে। যদি এটাই হয় তার শেষ ম্যাচ, তাহলে নিজের দেশের দর্শকদের সামনে এমন বিদায় হতে পারে সত্যিই অসাধারণ এক সমাপ্তি।’
১০ বছরের ক্লাব অধ্যায় শেষ করে কোথায় যাচ্ছেন সন হিউং-মিন? উত্তর সময়ই দেবে। তবে এক দশক ধরে টটেনহ্যামকে ভালোবাসা, উৎসর্গ আর সম্মানে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন, তাতে ক্লাব-সমর্থকদের হৃদয়ে চিরস্থায়ী আসন নিশ্চিতভাবে রেখে যাচ্ছেন তিনি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এনভি /রাজ/২আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.২০