আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দেশের একমাএ উৎপাদনশীল কয়লা খনি বড়পুকুরিয়া। ৩রা আগষ্ট শনিবার দুপুর ১.৩০ হতে ৪ টা পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক মো রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ৯ নং হামিদপুর ইউপির চেয়ারম্যান মোঃ রেজওয়ানুল হক সহ আলহাজ্ব রুহুল আমিন, মোসফিকুর রহমান, নুরুজ্জামান আসাদুল ইসলাম সহ স্থানীয় ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন।
জেলা প্রশাসক খনি কতৃপক্ষের প্রতিনিধি (সাবসিডেন্স) ম্যানেজার মো দেলোয়ার হোসেন কে সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ গ্রাম পাতিগ্রাম,বৈগ্রাম পাঁচঘরিয়া,বৈদর্নাথপুর,বাঁশপুকুর,কাজীপাড়া,চৌহাটি গ্রামগুলি ঘুরে দেখন এবং জনগণের সুবিধা অসুবিধার কথা শুনেন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈগ্রাম রক্ষা কমিটির সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৪