আলমগীর মানিক,রাঙামাটি : যথাযোগ্য মর্যাদায় পার্বত্য রাঙামাটি জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই সভায় সভাপতিত্ব করেছেন রাঙামাটির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।আলোচনা সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ধারনকৃত বক্তব্য প্রচার করা হয়।
আলোচনা সভায় রাঙামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সমাজসেবা উপ-পরিচালক মো: ওমর ফারুক, জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম, রাঙামাটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, বিএনপি প্রতিনিধি মো. তারেক আহমেদ, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক বিপিন জ্যোতি চাকমাসহ শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনাসভা শেষে জুলাই আন্দোলনে আহত সাহসী যোদ্ধাদেরকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২