আন্তর্জাতিক ডেস্ক : জোহরের নামাজ পড়ার সময় ৪৯ বছর বয়সি ইয়াতি নামের এক নারীকে তার ১৮ বছর বয়সি মেয়ে এনআর খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় গণমাধ্যম ‘সিলামপারি টিভি’র প্রতিবেদন অনুযায়ী, এনআর তার মা ইয়াতিকে একটি হামানদিস্তা ও ছুরি দিয়ে আক্রমণ করে। এতে ইয়াতির মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর অভিযুক্ত কিশোরী প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার মাকে খুন করার কথা স্বীকার করে। ওই প্রতিবেশী বলেন, ‘সে এসে জানায় যে সে তার মাকে হত্যা করেছে। আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে তার বাড়িতে ছুটে যাই।’ প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াতিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা পুলিশকে খবর দেন।
গাদিং সেম্পাকা পুলিশ স্টেশনের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান পরিদর্শক পুত্রা আগুং জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, অভিযুক্ত এনআর গত মাসের ৩০ জুলাই বেংকুলুর সুপ্রাপতো বিশেষ মানসিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। এই ঘটনার পেছনে তার মানসিক অসুস্থতাকেই মূল কারণ হিসেবে প্রাথমিকভাবে ধরা হচ্ছে। আপাতত পুলিশ তাকে আটক করেছে।
এনআরকে জিজ্ঞাসাবাদের জন্য বেংকুলু পুলিশ সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। তার দুই ছোট ভাই-বোনকে সাময়িকভাবে প্রতিবেশীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ইয়াতির মরদেহ ময়নাতদন্তের জন্য বেংকুলু শহরের ভায়াঙ্গকারা হাসপাতালে পাঠানো হয়েছে, এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৩:০৫