ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং চলতি বছর ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ বছর এখন পর্যন্ত ৭২২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:১২