স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ফর্মে আছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ধারাবাহিক রান করে যাচ্ছেন। টেস্টে ৩৯তম এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭তম সেঞ্চুরি হাঁকালেন রুট।
ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মেরে ২৮ রানে পৌঁছান রুট, আর সেই শটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। প্রথম ইনিংসে ২৯ রান করা রুটের দ্বিতীয় ইনিংসে এই কীর্তি গড়তে প্রয়োজন ছিল মাত্র ২৫ রান।
শুধু এই মাইলফলকই নয়, চলমান ভারত সিরিজে আরও কিছু ব্যক্তিগত অর্জন ছুঁয়েছেন রুট। ম্যানচেস্টার টেস্টে রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। এছাড়া কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে হয়েছেন যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটার।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১০:০০