বিনোদন ডেস্ক : ‘আশিক বানায়া আপনে’খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত এক সময় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। এবার অতীত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন এ অভিনেত্রী। বলিউডে পা রাখার পর তাকে নানাভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তার শিকার হতে হয়েছে।
অভিনেত্রী বলেন, ‘শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, পোশাক বদলাতে গেলে বলা হতো না— শট আসছে, খুলে ফেলো। এভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হতো। তিনি বলেন, এমন একটা দৃশ্য, যেখানে প্রয়োজন ছাড়াই পোশাক খুলে নাচার নির্দেশ দেন বিবেক। অভিনেত্রী বলেন, আমাকে উনি বলেন— কাপড় খুলে নাচো। আমি হতবাক হয়ে যাই। তখন ইরফান খান ও সুনীল শেঠি এগিয়ে এসে আমাকে বাঁচান।
উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্ত সেই প্রথম মুখ যিনি ২০১৮ সালে ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মি টু’ আন্দোলন শুরু করেন। তার অভিযোগ ছিল— ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সেটে বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর তাকে যৌন হেনস্তা করেন। শুধু শারীরিক নয়, মৌখিকভাবেও তাকে অপমান করা হয় বলে জানান তনুশ্রী।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:৪০