মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাত ঘটে দুই কৃষকের বাথানের ১১টি মহিষ মারা গেছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার-খারিজারথাক মাঠের পদ্মারচরে বজ্রপাতে মহিষ মারা যাওয়ার এ ঘটনা ঘটে।
চিলমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নুরুজ্জামান জানান, পদ্মার উত্তরপাড় এলাকার পদ্মারচরে মহিষের বাথান নিয়ে সেখানে মহিষের রাখালরা অবস্থান করছিল। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মুষলধারে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। বজ্রপাতে বাংলাবাজার-খারিজারথাক এলাকার কৃষক ও মহিষের বাথান মালিক নবীর উদ্দিনের ১০টি মহিষ এবং এলাহী ঢালির ১টি মহিষ মারা যায়। মৃত মহিষগুলির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা হবে বলে তিনি উল্লেখ করেন।
বজ্রপাতে বাথানের মহিষ মারা যাওয়ার বিষয়ে দৌলতপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান জানান, চিলমারী ইউনিয়নের পদ্মারচরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা যাওয়ার খবর আমি শুনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরবর্তী করনীয় যা তা করা হবে।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ৮:১২