স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। কোন দিনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ না দেয়ার শপথ নিতে হবে।
আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছে বিএনপি। গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে দেশের জনগণ।
তিনি আরও বলেন, শুধু ৩৬ দিন নয়, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। ছাত্রদের প্রাণ দেয়ার লক্ষ্য একটাই—সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২০