স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের স্পোর্টস হাবে আয়োজিত আসরে লক্ষে পৌঁছতে লেডেকির লেগেছে ৮ মিনিট ০৫.৬২ সেকেন্ড। তিনি হারিয়েছেন অস্ট্রেলিয়ার লানি পলিস্তার ও কানাডার সামার ম্যাকইন্টোশকে। লক্ষে পৌঁছতে পলিস্তারের ৮ মিনিট ০৫.৯৮ সেকেন্ড ও ম্যাকইন্টোশের ৮ মিনিট ০৭.২৯ সেকেন্ড সময় লেগেছে।
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে লেডেকির এটা সপ্তম স্বর্ণপদক। প্রতিযোগিতাটির ইতিহাসে আর কারো এতগুলো পদক নেই, তাও লেডেকিরগুলো টানা জেতা। যা একপ্রকার ইতিহাস। এই আসরে লেডেকি পদক জিতেছেন ১৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪ গুণন ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে ও ৪০০ মিটার ফ্রিস্টাইলেও। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতলেও অন্য দুটি পদকের মধ্যে একটি সিলভার ও একটি ব্রোঞ্জ।
লেডেকি শেষ পর্যন্ত সোনা জিতলেও ম্যাকইন্টোশ ৭০০ মিটারের বৈতরণী পার হওয়ার আগে তার সামনে ছিলেন। শেষদিকে গতি বাড়ে মার্কিন সাঁতারুর, করেন বাজিমাতও। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে টানা সপ্তম স্বর্ণ জিতে লেডেকি বলেছেন, ‘এটা অত্যন্ত অবিশ্বাস্য। আমরা তিনজনই ৮ মিনিট ১০ সেকেন্ডের কমে শেষ করেছি। অত্যন্ত দ্রুত, তারা আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করেছে।’
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ১০:০০