স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে সেভিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুন্দে। এরপর হয়ে ওঠেন ক্লাবটির সেরা ডিফেন্ডারদের একজন। বার্সেলোনার হয়ে জিতেছেন নানা ট্রফি। আর এই ক্লাবের হয়ে আরও শিরোপা জিততে চান ফরাসি এই ডিফেন্ডার। বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরে আছেন কুন্দে। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের নতুন চুক্তির কথা বলেন কুন্দে। তার পাশাপাশি তিনি বলেন, বার্সেলোনা ছাড়ার ইচ্ছা নেই তার।
কুন্দে বলেন, ‘হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। আমরা (বার্সেলোনায়) ফেরার পর সব আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে। আমি দারুণ খুশি। বেশ দ্রুতই সবকিছু হয়ে গেছে। ক্লাব ও আমার ভাবনা একই, পথচলায় ছুটতে থাকা। আমি এখানে খুবই খুশি, এই দলে স্বস্তি অনুভব করি এবং ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও আমি অনুপ্রাণিত। প্রতি বছরই আমরা সব শিরোপার জন্য লড়াই করব ও বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। ২০৩০ পর্যন্ত আমার চুক্তির মেয়াদ।’
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ২:০৫