শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শুভ সূচনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৯ Time View

স্পোর্টস ডেস্ক : ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। জয় থেকে যখন মাত্র ২০ রান দূরে, তখন আরও একটি উইকেট হারায় বাংলাদেশ, ১০৯ রানে তখন ৯ উইকেট। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে একাই ম্যাচ জেতান সামিউন বশির। ২৮.৪ ওভারে ১ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৩৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।  

এ দিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও উইকেট হারাতে থাকে দ্রুত। একশ রানের আগে তারা হারায় ৭ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন আরমান মানাক। শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়া যুবারা। 
 
এ ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন আল ফাহাদ। ১০ ওভারের কোটা পূরণ করে ৩২ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। এ ছাড়া স্বাধীন ইসলাম ও সামিউন বশির নিয়েছেন দুটি করে উইকেট। ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম নেন একটি করে উইকেট। 
 
১২৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই চার-ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক শুরুর আভাস দেন ওপেনার জাওয়াদ আহমেদ। পরের ওভারেই তিনি ফেরেন সাজঘরে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৯ বলে ২০ রান। 
 
এরপর দ্রুতই সাজঘরে ফেরেন রিফাত বেগ, রিজান হোসেন ও আজিজুল হাকিম। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মদ আবদুল্লাহ ও ফরিদ হাসানরা। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৫৯ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যুবা টাইগাররা। 
 
সপ্তম উইকেট জুটিতে আল ফাহাদকে সঙ্গে নিয়ে ৩১ রানের জুটি গড়েন রাতুল। তবে এরপর দেবাশীষ দেবা ও ইকবাল ফেরেন দ্রুতই। শেষ পর্যন্ত একশ’র আগে ৮ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। সেখান থেকে একাই দলকে জয়ের বন্দরে নিয়ে যান সামিউন বশির।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit