স্পোর্টস ডেস্ক : অবসান হলো সব জল্পনা-কল্পনার। স্বপ্ন পূরণের লক্ষ্যে নতুন ঠিকানায় এবার ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে নতুন যাত্রা শুরু হলো এই ইয়াংস্টারের।
মুখে হাসি নিয়ে উচ্ছ্বসিত রাশফোর্ড। নতুন ক্লাব যে ভিন্ন এক আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে তা প্রকাশ পাচ্ছে তার চোখে মুখে। বার্সার লাল ও নীল রঙের জার্সি হাতে আনুষ্ঠানিকভাবে কাতালানদের সঙ্গে পরিচয় পর্ব সেরে নিলেন এই ইংলিশ ফরোয়ার্ড। ক্লাব কর্তৃপক্ষ মার্কাসকে স্বাগত জানালেন নানা আনুষ্ঠানিকতায়।
বার্সেলোনায় মার্কাস রাশফোর্ড আরেক ইংলিশ লিজেন্ড গ্যারি লিনেকারের পদাঙ্ক অনুসরণ করেই এগিয়ে যেতে চান। আশির দশকে শেষ কোনো ইংলিশ ফুটবলার প্রতিনিধিত্ব করেন কাতালানদের হয়ে। এবার সেই ঐতিহ্যকে ধারণ করে বার্সেলোনার আইকনিক ১৪ নাম্বার জার্সিটা সিলেক্ট করেছেন মার্কাস রাশফোর্ড। প্রায় ৪০ বছর পর আবারো নম্বর ফোরটিন উঠল কোনো ইংলিশ ম্যাচের গায়ে।
ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ট্রেডমার্ক এই ১৪ নম্বর জার্সি নিজেই বাছাই করে নিচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড। আনুষ্ঠানিকভাবে রাশফোর্ডের হাতে জার্সি তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। এক ভিডিওতে হাস্যোজ্জ্বল মার্কাসকে দেখা যায় জার্সি নিয়ে ছবি তুলতে। আগামী ২৭ জুলাই নিজেদের প্রথম প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলবে হ্যান্সি ফ্লিকের দল। সেখানেই রাশফোর্ডকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন আছে।
বার্সায় যোগ দিয়ে নিজের লক্ষ্য নিয়ে আরও স্পষ্টবাদী এই তরুণ ফুটবলার। পেছনের সব অধরা স্বপ্ন বাস্তবায়ন করতে বার্সাই উপযুক্ত স্থান বলে মনে করেন মার্কাস রাশফোর্ড। বার্সাকে নিজের ঘর বলেও আখ্যা দিলেন ইংলিশ ফরোয়ার্ড। রাশফোর্ড বলেন, ‘বার্সেলোনাকে আমার নিজের ঘরের মতো মনে হচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারায় আমি খুবই খুশি। এবার আমার অপেক্ষা শুধু স্বপ্নের ক্লাবটির হয়ে ভক্তদের সামনে নিজের প্রথম ম্যাচে মাঠে নামা।
আমি মনে করি, এটা এমন একটা ক্লাব যেখানে সবার বড় ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়। বার্সেলোনায় নতুন অধ্যায়ে আমি পুরোপুরি মনোযোগী সবগুলো ট্রফি জিততে। নতুন ক্লাব, নতুন দেশ, নতুন লিগ নিয়ে আমি খুব রোমাঞ্চিত। গেল মৌসুম বার্সার যেভাবে কেটেছে তা সবাই দেখেছে।
আমি চেষ্টা করব নিজের স্কিল উন্নত করার। কোচ হ্যান্সি ফ্লিক একটা তরুণ দলকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেখান থেকেই আমি অনুপ্রেরণা খুঁজে পাচ্ছি পরবর্তী মৌসুমে ভালো করার।’এদিকে, রাশফোর্ডকে দলে ভিড়িয়ে বার্সার আক্রমণ ভাগ আরও শক্তিশালী হয়েছে। ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২৮