স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিসিডিবির আওতায় নয়টি গ্রুপের মধ্যে গ্রাজুয়েড ফোরাম হস্তান্তর করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এ ফোরাম হস্তান্তর করা হয়। সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবি’র এরিয়া ব্যবস্থাপক সুদীপন খীসা।
সিনিয়র কর্মসূচি কর্মকর্তা রুবেন মধুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রঞ্জিত কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, অগ্রণী ব্যাংক ব্যাপস্থাপক মাসুদ পারভেজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবি উপজেলা নেটওয়ার্কের সভাপতি নাসিমা সুলতানা, গ্রাজুয়েট ৯ টি ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, ফোরাম কর্মীবৃন্দ।
উল্লেখ্য দরীদ্র ও সুবিধা বঞ্চিত নারীদের সুসংগঠিত করে সিসিডিবি দীর্ঘ ১৮ বছর যাবৎ সেবা প্রদানের মাধ্যমে সংগঠন গুলিকে স্বাবলম্বী করে হস্তান্তর উপযোগী হিসেবে গড়ে তোলা হয়।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৮:৫০