শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

পার্বত্যাঞ্চলের রাঙামাটিতে সর্বনিন্ম পাশের হার; ৫৬.৫৫ শতাংশ

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষার পাসের হার ৫৬ দশমিক ৫৫ শতাংশ। ২০২৪ সালে জেলায় পাসের হার ছিল ৭২ দশমিক ৭২ শতাংশ। এছাড়া তিন পার্বত্য জেলার মধ্যে এবার সর্বনিম্ন পাসের হারও রাঙামাটিতে। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ সকল তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, চলতি বছর তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি জেলায় এসএসসির পাসের হার ৬০ দশমিক ৭৭ শতাংশ; ২০২৪ সালে সেখানে পাসের হার ছিল ৭২ দশমিক ২৫ শতাংশ। বান্দরবান জেলায় এবার পাসের হার ৬৩ দশমিক ১২ শতাংশ, ২০২৪ সালে সেখানে পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ। এক্ষেত্রে পাসের হার সবচেয়ে কমেছে রাঙামাটি জেলায়। জেলার দশ উপজেলায় ৭ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪ হাজার ৪৪৩ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২০৮ জন।

এছাড়া রাঙামাটি জেলায় একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শতভাগ পাস করেছে কাপ্তাই উপজেলার বাংলাদেশ নৌ-বাহিনী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ১০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৭ জন জিপিএ-৫ পেয়েছেন। রাঙামাটি সদর উপজেলার লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৮ দশমিক ৬৩ শতাংশ। ১৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪৪ জন পাস করেছেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৫। এছাড়া রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭ জন, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯ জন ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

জেলা শিক্ষা অফিস উপজেলা ভিত্তিক ফলাফলের তথ্যে জানিয়েছে, রাঙামাটি সদর উপজেলায় ২ হাজার ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১ হাজার ৩৫৬ জন। পাসের হার ৬৪ দশমিক ৬৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১৭ জন। কাপ্তাই উপজেলায় ৯৬০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২৭ জন। পাসের হার ৬৫ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন। কাউখালী উপজেলায় ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬৫ জন। পাসের হার ৪৯ দশমিক ০৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭। রাজস্থলী উপজেলায় ৫২৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৪ জন। পাসের হার ৩৫ দশমিক ০৫ শতাংশ। নানিয়ারচর উপজেলায় ৫৭২ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮৮ জন। পাসের হার ৬৭ দশমিক ৮৩ শতাংশ।

বিলাইছড়ি উপজেলায় ২৯৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৯ জন। পাসের ৫০ শতাংশ। বরকল উপজেলায় ৪৬৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২২৩। পাসের হার ৪৭ দশমিক ৫৫ শতাংশ।জুরাছড়ি উপজেলায় ২৬৯ পরীক্ষার্থীর পাস করেছেন ১২০ জন। পাসের হার ৪৪ দশমিক ৬১ শতাংশ। লংগদু উপজেলায় ৭৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০৬ জন। পাসের হার ৩৮ দশমিক ৭৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। বাঘাইছড়ি উপজেলায় ১ হাজার ১১ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬২৫ জন। পাসের হার ৫৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।

এদিকে, এসএসসি (ভোকেশনাল)-এ জেলায় পাসের হার ৭৯ দশমিক ৯৫ শতাংশ। ৮০৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৪৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। এসএসসি (দাখিল)-এ জেলায় পাসের হার ৬৯ দশমিক ৪৮ শতাংশ। ৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১১ জন।

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit