শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় জুলাই -আগষ্ট গন অভ্যুথানে আহত ও পঙ্গুত্ববরনকারী ও শহীদদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই বুধবার বিকালে বাগআঁচড়া জামায়াতের উদ্যেগে শার্শা উপজেলার বাগআঁচড়া দারুল আমান ট্রাষ্টে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমির মাওঃ আজিজুর রহমান। বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ হাবিবুল্লাহ বিলালীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আলোচনা করেন, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওঃ ফারুক হাসান, জামায়াত নেতা এ কে এম তবিবুর রহমান, আবু হুরায়রা, আব্দুল আওয়াল, জয়নাল আবেদ্বীন, প্রভাষক হারুন অর রশিদ, মাওঃ রুহুল আমিন, মাওঃ নজরুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর জেলার সাবেক আমির মাওঃ আজিজুর রহমান বলেন, ২০২৪ সারের জুলাই – আগষ্ট বিপ্লব শুধু একটি সরকার পরিবর্তনই মুল আন্দোলনের লক্ষ ছিল না। যে সব আইন ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বৈরাচার সৃষ্টি হয় তার পরিবর্তনই ছিল ছাত্র জনতার জীবন দানের মুল উদ্দেশ্য। আর সাধারন দেশ প্রেমিক জনগন এই বিশ্বাসেই ঐ আন্দোলনের সাথে একাত্ম হয়েছিল। সে লক্ষকে অর্জন করতে হলে দলীয় স্বার্থের উর্দ্ধে উঠে জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরাচার সৃষ্টির গলি পথ গুলি বন্ধ করতে হবে। অন্যথায় শহীদদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে ।
কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৮:১২