স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ‘সংঘাত নয় শান্তি ও সম্প্রিতির বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে মনিরামপুরে পি এফজি’র (পীস ফ্যাসিলিটেটর গ্রুপ) ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পিএফজির এম্বেসেডর আসাদুজ্জামান রয়েল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টে যশোর আঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, জেলা সমন্বয়কারী গিয়াস উদ্দিন, এম্বাসেডর গীতা রানী কুন্ডু, সমন্বয়কারী আব্দুল মান্নান, সদস্য এড. মুজিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস আলী, সাবেক কাউন্সিলর বাবুলাল চৌধুরী, হাসিনা আক্তার কাকলী, লাভলী বেগম, শফিকুজ্জামান প্রমুখ।
আনুষ্ঠানে পিএফজির সদস্যরে জনস্বার্থমুলক বিভিন্ন কাজের ওপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:৪০