ডেস্ক নিউজ : চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।
সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গত শনিবার বিকালে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আবদুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এরই মধ্যে আবদুল আউয়ালের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি নগরীতে বসবাস করতেন। অন্যদিকে রাবেয়া খাতুন নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুনের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। এছাড়া মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ১০:০৫