স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে প্রতিবন্ধী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বন্ধু মিলে ধর্ষন করায় ওই নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েছেন। কিন্তু তাকে বিয়ে করতে অস্বীকার করায় দুই বন্ধু বিপ্লব হোসেন মনির ও রাজু আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রোববার গভীর রাতে পুলিশ মনির ও রাজুকে আটক করে। সোমবার পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়। পুলিশ ওই নারীকে উদ্ধারের পর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করিয়েছে। পুলিশ জানিয়েছে ওই নারী এখন পাঁচ মাস ২৮ দিনের অন্ত:সত্ত্বা। পুলিশ ও এলাকাবাসী জানায়, মনিরামপুর উপজেলার রোহীতা ইউনিয়নের সরনপুর এলাকার এক কৃষকের প্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ জানুয়ারি প্রতিবেশী লুৎফর রহমানের ছেলে রাজু আহমেদ ও তার বন্ধু বিপ্লব হোসেন মনির ধর্ষন করে। বিপ্লব হোসেন মনির ঝিকরগাছা উপজেলার ফলাসাতপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
প্রতিবন্ধী ওই নারীর মা জানান, বিষয়টি জানাজানি হবার পর মনির ও রাজু কৌশলে তার মেয়েকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে পৃথক স্থানে নিয়ে আবারও ধর্ষন করে। অভিযোগ রয়েছে বিষয়টি নিয়ে এলাকার স্থানীয় কয়েকজন প্রভাবশালী মিমাংশার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। এরই মধ্যে ওই প্রতিবন্ধী নারী অন্ত:সত্ত্বা হয়ে পড়েন।
কিন্ত দুই বন্ধুর মধ্যে কেউ ওই নারী ও তার গর্ভের সন্তানের দায়িত্ব(বিয়ে করে স্বীকৃতি)নিতে অস্বীকার করেন। ফলে উপায়ন্ত না পেয়ে প্রতিবন্ধীর মা বাদি হয়ে রোববার রাতে রাজু ও মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাবলুর রহমান খান মামলার সত্যতা স্বীকার করে জানান, ওই রাতেই অভিযান চালিয়ে রাজু ও মনিরকে আটক করা হয়।
এছাড়া ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারের পর যশোর মেডিকেল কলেজ থেকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারী পরীক্ষায় ওই নারী এখন পাঁচমাস ২৮ দিন অন্ত:সত্ত্বা। এ ব্যাপারে ওই নারীর সাথে মনির ও রাজুর রক্তের ডিএনএ টেষ্টের ব্যবস্থা করে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০