মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় রাকিবুল ইসলাম বিপ্লব(৪২) নামে এক যুবককে চোর সন্দেহে মারপিট করার অপরাধে ৮ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। রাকিবুল ইসলাম বিপ্লব বেনাপোল রেল স্টেশন এলাকার মৃত হারুন শেখের ছেলে। শার্শা থানা পুলিশ রাকিবুল ইসলাম বিপ্লবকে উদ্ধার করে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার অবস্থা আশংক জনক।এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে। মামলায় আটককৃতরা হলেন ঝিকরগাছা উপজেলার পুরুন্দাররপুর গ্রামের আক্তারুল ইসলাম (৩৫), রঘুনাথপুর ডাঙ্গি গ্রামের শাওন হোসেন (২১), রফিকুল ইসলাম (৪২), কুন্দিপুর মাঠ পাড়া গ্রামের মোঃ সাকিব (১৯), রঘুনাথপুর ডাঙ্গি গ্রামের মাহফুজুর রহমান পিয়াস (২০), শাহিন মির্জা (২৭), ঢাকা পাড়ার মোঃ হাসান (২৮), শার্শার উলাশী জিয়া খালপাড়ের সিয়াম হোসেন((৪২)।
এজাহারের বাদী রাকিবুল হাসান বিপ্লব জানান, গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে সে নাভারন বাজারের শাওন জুয়েলার্সের পাশে ঘোরাঘুরি করলে আমাকে সাইকেল চোর সন্দেহ করে বেদম ভাবে মারপিট করে। এ সময় মারপিটকারীরা আমার মুখে শতাধিকবার লাথি মারে। এ ছাড়া আমাকে মারতে মারতে মৃত ভেবে পায়ে দড়ি বেধে পা উপরের দিকে তুলে ঝুলিয়ে রাখে। এ ব্যাপারে স্থানীয়রা এমন নির্মম নির্যাতনের ঘটনা ভিডিও করে ফেসবুকে প্রচার করলে তা ব্যাপক ভাবে ভাইরাল হয়। এরপর চোর সন্দেহ বিপ্লবকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ভিডিও চিত্র দেখে ৮জন অপরাধিকে আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নাভারন বাজারে রাকিবুল হাসান বিপ্লব নামে এক ব্যাক্তিকে চোর সন্দেহে বেদম ভাবে মারপিট করে। মুখে একাধিকবার লাথি মারে। সর্বশেষ পায়ে দড়ি বেধে উল্টা ভাবে ঝুলিয়ে রাখে। তিনি বলেন এমন নির্মমতা ফেসবুকে ভাইরাল হলে শার্শা থানা পুলির ভিডিও দেখে ৮ জনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছ্ধেসঢ়;। তিনি বলেন নির্যাতনের শিকার রাকিবুল হাসান বিপ্লবকে রবিবার রাত ৩ টার সময় বেনাপোল রেল স্টেশন এলাকা থেকে উদ্ধার করে তার চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শার্শা থানার অফিসার ইনচার্জ কে এম রবিউল ইসলাম বলেন, চোর সন্দেহে পেটার ঘটনাটি খুবই দুঃখ জনক। আইন হাতে তুলে এমন নির্মমতা আইন পরিপন্থি। যে কারনে পুলিশ অপরাধিদেরকে আটক করে আইনের আওতায় সোপর্দ করেছে।
কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৫, /দুপুর ১:০৫