বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন

বিশ্বরেকর্ড গড়েও দলকে ফাইনালে তুলতে পারলেন না শাহিবজাদা ফারহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৭ Time View

স্পোর্টস ডেস্ক : গতকাল বুধবার (২১ মে) লাহোরে প্রথম কোয়ালিফায়ারে কোয়েটা গ্লাডিয়েটর্স ৩০ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে।  ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে কোয়েটার জয়ের নায়ক ফাহিম আশরাফ। তাতে বৃথা গেছে শাহিবজাদা ফারহানের রেকর্ড গড়া অর্ধশতক।এদিন আগে ব্যাট করা কোয়েটা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৯ রান করেন। ফাহিম আশরাফ মাত্র ২৩ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৫ রান করেন। এছাড়া চান্দিমাল ২৮ বলে ৪৮ ও ফিন অ্যালেন ২৭ বলে ৪১ রান করেন।  


এই জয়ে কোয়েটা এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে ইসলামাবাদের আরও একটি সুযোগ থাকছে। শুক্রবার (২৩ মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের প্রতিপক্ষ হবে এলিমিনেটরে লাহোর কালান্দার্স ও করাচি কিংয়ের মধ্যকার জয়ী দল।

এদিন অর্ধশতক হাঁকিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে কম ইনিংস খেলে ১ হাজার রান করার বিশ্বরেকর্ড গড়েছেন শাহিবজাদা ফারহান। ২০২৫ সালে মাত্র ১৮ ইনিংসে হাজার রান পূর্ণ করেছেন তিনি। তবে রেকর্ডটা তাকে ভাগাভাগি করতে হচ্ছে। ২০১৬ সালে ১৮ ইনিংসে ১ হাজার রান করে রেকর্ড গড়েছিলেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলি।
এর আগে গত ১৫ এপ্রিল গড়েছিলেন এক বছরে চার সেঞ্চুরির কীর্তি। এই রেকর্ডও অবশ্য তাকে ভাগ করতে হচ্ছে ক্রিস গেইল, বিরাট কোহলি, জস বাটলার, শুভমান গিলদের সঙ্গে। তবে ফারহান ইনিংস খেলেছেন তাদের চেয়ে অনেক কম। চারটা সেঞ্চুরি করতে তিনি খেলেছেন মাত্র ৯ ইনিংস।

এবারের পিএসএলে রান সংগ্রহে ফারহানের ধারেকাছে কেউ নেই। ২৯ বছর বয়সী ফারহান ১১ ইনিংসে ৪০.৫৫ গড় ও ১৫৩.৭৯ স্ট্রাইক রেটে ৪৪৬ রান করেছেন। ১টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি আছে তার নামের পাশে। রান সংগ্রহে তার নিকট প্রতিদ্বন্দ্বী করাচি কিংসের জেমস ভিন্স করেছেন ৩৭৪ রান। ভিন্স অবশ্য একটা ইনিংস কম খেলেছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit