বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার অভিনয় দিয়ে যেমন প্রশংসিত, তেমনই ব্যক্তিগতজীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনো সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করছেন। তবে সামাজিক মাধ্যমে বেশ ভালোই সক্রিয় থাকেন প্রেরণা। বন্ধুর সঙ্গে রোমান্স করছেন প্রসেনজিৎকন্যা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা। কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এ সময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটি স্পষ্ট। কিন্তু কোথায় সেই যুবককে নিয়ে ঘুরতে গেছেন প্রেরণা, তা বোঝা না গেলেও তারা যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, সেটি বোঝাই যায়।
সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।এই ছবিগুলোতে কমেন্ট করেছেন প্রেরণার ফুপু তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দিয়েছেন ফুপু।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:০০