ডেস্ক নিউজ : শফিকুল আলম কেবল প্রধান উপদেষ্টার ‘প্রেস সচিব’ নাকি সরকারের ‘মুখপাত্র’, তা জানতে চেয়েছেন সাংবাদিক নুরুল কবির। বুধবার (২১ মে) নুরুল কবির এক ফেসবুক পোস্টে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ প্রশ্ন রাখেন।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /বিকাল ৪:২৮