ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে যে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়িত হলে সব ধর্মের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। প্রতিটি ধর্মই শান্তি ও সম্প্রীতির শিক্ষা দেয়। সমগ্র বিশ্বের সব মানুষ তাদের নিজ নিজ ধর্মের আজ্ঞানুবর্তী হয়ে সুখী হয়।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সব ধর্ম, বর্ণ ও পেশার মানুষকে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ করেছেন। তাই নাগরিক হিসেবে সবার মর্যাদা সমান। দেশে ভিনদেশি মতাদর্শ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন দল জাতিকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলছে, যা তাদের দেশপ্রেমের চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচন বানচাল করতে কুচক্রী মহল দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে তারা জনগণের ক্ষমতা চায় না। তারা বারবার বিদেশি তাঁবেদারি ও অগণতান্ত্রিক শক্তির পক্ষ হিসেবে চিহ্নিত হয়েছে।
ব্যারিস্টার মীর হেলাল তুলসীধামে গিয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা কমিটি ও অদ্বৈত-অচ্যুত মিশনের কর্মকর্তারা। এ সময় তাকে শ্রীমত স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বিভিন্ন গ্রন্থ ও ছবি উপহার দেওয়া হয়। তিনি তুলসীধাম ও অদ্বৈত-অচ্যুত মিশনের বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন।
এ সময় উপস্থিত ছিলেন- তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণিত মিত্র চৌধুরী, অদ্বৈত-অচ্যুত মিশনের সাধারণ সম্পাদক হিরন্ময় ধর, ডা. মনোজ চৌধুরী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, দক্ষিণ জেলা বিএনপির সদস্য রাজিব জাফর চৌধুরী, আমিনুল ইসলাম, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, দীপক বণিক, বিধান ধর, চন্দ্রনাথ পাল, অ্যাডভোকেট সুজন কান্তি দে, সুজিত হাজারী, রিমেন চৌধুরী, প্রদর্শন দেবনাথ, অ্যাডভোকেট মধুসূদন দাশ, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ প্রমুখ।
কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৫, /রাত ১০:৫৪