বিনোদন ডেস্ক : শুক্রবার (২ মে) সকালের ফ্লাইটে ঢাকার মাটিতে পা রাখবেন শ্যাম। ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনাও রয়েছে তার। হঠাৎ ঢাকায় আসার কারণ জানতে চাইলে সংবাদমাধ্যমে শ্যাম বলেন, ‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকদের যে সাড়া পাচ্ছি তাতে সিনেমাটি হলে বসে দেখার দেরি আর সহ্য করতে পারছি না।
‘বরবাদ’ এখনও কলকাতায় রিলিজ পায়নি তাই ঢাকায় চলে আসছি সিনেমাটি দর্শকদের সঙ্গে উপভোগ করার জন্য। ব্লক বাস্টার হিট ‘বরবাদ’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের পিএসের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে ‘জিল্লু’ খ্যাত শ্যামকে। এ সিনেমায় শাকিবের দেয়া ডায়ালগ ‘এই জিল্লু মাল দে’এখন দর্শকের মুখে মুখে।
‘বরবাদ’ সিনেমার দৃশ্যে ইধিকা পাল ও শাকিব খান। ছবি: সংগৃহীত
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘জিল্লু’ খ্যাত শ্যাম ভট্টাচার্য, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্তের মত তারকারা। সিনেমার বিশেষ আকর্ষণ আইটেম গানে পারফর্ম করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান।
দেশে ঝড় তোলার পর ‘বরবাদ’ এখন আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতেও ঝড় তুলেছে। প্রবাসীরা লুফে নেয়ায় বিদেশের প্রেক্ষাগৃহগুলোও কাঁপাচ্ছে ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বরবাদ’।